নিজস্ব প্রতিনিধি>>
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজী উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মার্চ সোনাগাজী পৌরসভা নির্বাচনে সরকারী দল আ’লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করায় সোনাগাজী পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ, সোনাগাজী পৌর যুবলীগের সহ-সভাপতি কেফায়াত উল্লাহ জনি ও পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ফারুককে দল থেকে বহিস্কার করা হয়েছে।
সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়দুল হক সোনাগাজীতে আ’লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে আ’লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতা বহিষ্কার







