সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীর এনায়েত উল্যাহ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ প্রাসক আজিজ আহম্মদ চৌধূরী।
কলেজের অধ্যক্ষ বাবু নিতাই চরণ ভৌমিকের সভাপতিত্বে ও কলেজ প্রভাষক জান্নাতুল ফেরদৌস মিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আনোয়ারুল কবির, ৫নং ওয়াডের কাউন্সির নুরনবী লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাঈদুল হক এবং মঙ্গলকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল প্রমূখ।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীর এনায়েত উল্যাহ মহিলা কলেজে বিদায় সংবর্ধনা







