নিজস্ব প্রতিনিধি>>
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারের বহিস্কারাদেশ স্থগিত করেছে উচ্চ আদালত। সোমবার সামবার বিচারপতি দস্তগীর হোসেন ও একেএম শহীদুল হক’র যৌথ বেঞ্চ এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, নির্বাচনে প্রভাব বিস্তার ও নির্বাচন অফিসে হামলা-ভাংচুরের অভিযোগে ৪ মার্চ ফুলগাজী থানা পুলিশের উপ-পরিদর্শক আশিকুর রহমান বাদী হয়ে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরবর্তীতে সংস্থাপন মন্ত্রনালয় তার চেয়ারম্যান পদ থেকে বহিস্কার করেন।
এ মামলায় আবদুল আলিম ও সালাহ উদ্দিন ঝন্টুকে ৪ সাপ্তাহের জামিন মঞ্জুর করেন।
সম্পাদনা: আরএইচ
ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের বহিস্কারাদেশ স্থগিত







