সদর প্রতিনিধি>>
ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল গেইটে যাত্রী ছাউনী নির্মাণ করেছে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রোটারী এরিয়া এসিস্ট্যান্ট গভর্ণর রোটাঃ পিপি মোস্তফা আজিজুল মুনির।
এসময় স্কুলের প্রধান শিক্ষক মো: আবদুল মজিদ, শিক্ষানুরাগী সদস্য মো: আবদুস ছেলিম, ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক সৌমেন সেন, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটাঃ মোমিনুল হক চৌধুরী ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ এহসানুল হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব ফেনী অপূর্বের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আবদুল আউয়াল সবুজের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ সাইদুল মিল্লাত মুক্তা, সেক্রেটারী রোটাঃ মহিম উদ্দিন পৃথিবী, রোটাঃ এডভোকেট রাশেদ মাযহার, রোটাঃ সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, রোটাঃ মো: হানিফ ভূঁঞা মহসিন, রোটাঃ কামরুল আলম। সার্বিক সহযোগিতা কার্যক্রমে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট রোঃ আরাফাত উল মিল্লাত, চার্টার সেক্রেটারী রোঃ এ. এন. এম মাখজাম হায়দার মিরাজ, রোঃ আলা উদ্দিন আহমেদ রায়হান প্রমূখ।
সম্পাদনা: আরএইচ
ফেনী গালর্স ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলে যাত্রী ছাউনী নির্মাণ







