নিজস্ব প্রতিনিধি>>
সোহাগী জাহান তনুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১ টার দিকে ফুলগাজী-ফেনী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন। বক্তারা তনু হত্যাকারীদের বিচারে সরকারের প্রতি আহবান জানান।
মানববন্ধনে আনন্দপুর উচ্চ বিদ্যালয় শত শত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশগ্রহন করেন।
সম্পাদনা: আরএইচ