ছাগলনাইয়া প্রতিনিধি>>
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত ২২৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ২২ জন চেয়ারম্যান, ১৭০ জন সদস্য ও ৩৬ জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস জানান, রাধানগর ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান, ৩১ জন সদস্য ও ৮ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুভপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সদস্য পদে ৩৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন প্রার্থী হয়েছেন। গোপাল ইউনিয়নে ২ চেয়ারম্যান, ৩৩ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মহামায়া ইউনিয়নে ৫ চেয়ারম্যান, ৪৩ সদস্য ও ৯ জন সংরক্ষিত মহিলা প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১০ ও ১১ এপ্রিল। প্রত্যহার ১৮ এপ্রিল ও প্রতীক বরাদ্ধ ১৯ এপ্রিল। ভোট গ্রহণ হবে ৭ মে।
সম্পাদনা: এনকে/কেএইচ
ছাগলনাইয়ার ৫ ইউপিতে ২২৮ প্রার্থী







