শহর প্রতিনিধি>>
বর্ষবরণ উৎসবে নারী লাঞ্চনাকারীদের গ্রেফতার ও তনু ধর্ষণ-হত্যা ধামাচাপা দেয়ার অপচেষ্টার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সোমবার দুপুর ১২টার দিকে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ফেনীর মিজান রোড প্রদক্ষিণ পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
ছাত্রনেতা নয়ন পাশার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনী শহর শাখার আহবায়ক মাসুদ রেজা, ইয়াসার জিয়া, ইসরাত জাহান তৃপ্তি, সূর্যাদিত্য সাইফুল ইসলাম হৃদয় এবং কাজী তারেকসহ আরো অনেকে। বক্তারা এসব ঘটনার সাথে জড়িত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে বিচারের দাবী জানান।
সম্পাদনা: আরএইচ