সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে পুলিশের দায়ের করা একটি মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব রবিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করায় সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। সোমবার সকালে আ’লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাঈদুল হক।
সংবাদ সম্মেলনে তাদের দাবী, ২০১৫ সালের ২৩ জুলাই নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ভোরবাজারে ঈদ পূণর্মিলনী সভার আয়োজন করা হয়। এসময় ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ ওই পথে যাওয়ার সময় স্থানীয় জনতা ও ছাত্রলীগ নেতাকর্মীরা শ্লোগান দিয়ে গাড়ির গতিরোধ করলে সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব রবিন, পুলিশ ও সাংসদের সমর্থক সহ ১৫/২০ জন আহত হয়। এ ঘটনায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়।
পুলিশ বাদি হয়ে দায়ের করা মামলায় সোনাগাজী মডেল থানার এসআই আবুল খায়ের উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব রবিনসহ জামায়াত-বিএনপির ১৫ জনের বিরুদ্ধে ফেনীর আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দেন। তারা আরো দাবি করেন, সোনাগাজী উপজেলা ছাত্রলীগকে নেতৃত্ব শূন্য করার সূদুর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এ মামলার সঠিক তদন্ত না করে গত ১৬ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেছেন। তাই ছাত্রলীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলাটির পূণঃতদন্তের দাবি জানান। অন্যথায় সোনাগাজী উপজেলা ছাত্রলীগ কঠোর কর্মসূচীর হুসিয়ারী দেয়।
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্রো ছাত্রলীগ সহ-সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব রবিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্যাহ রিংকু প্রমূখ।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে ছাত্রলীগ’র সংবাদ সম্মেলন







