নিজস্ব প্রতিনিধি>>
নিন্মমানের পণ্যে সয়লাব ফেনী শহরের ওয়াপদা মাঠে আয়োজিত বাণিজ্য মেলা। ফেনীর কোন ব্যবসায়ীকে দোকান বরাদ্ধ না দিয়ে বহিরাগত এক শ্রেনীর ধন্ধাবাজ ব্যাবসায়ীকে দোকান বরাদ্ধ দিয়ে ক্রেতা সাধারণকে ঠকানোর অভিযোগ উঠেছে। এদিকে ১৫ দিনের অনুমতি নিয়ে মেলা শুরু হলেও ২০ দিনেও ওই মেলা শেষ না হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর ব্যবসায়ী শহীদুল ইসলাম আলম ও পিন্টু ওয়াপদা মাঠে বানিজ্য মেলা আয়োজনে জেলা প্রশাসন থেকে ১৫ দিনের অনুমতি নেয়। তারা মেলায় বসানো ব্যবসায়ীদের ১ মাসের কথা বলে দোকানপ্রতি প্রকারভেদে ৪০ থেকে ৫০ এবং ৭০ থেকে ৮০ হাজার টাকা আদায় করে। ২২ মার্চ থেকে শুরু হওয়া মেলা মেয়াদোত্তীর্ণ হওয়ার এক মাস অতিবাহিত হলেও তারা ঝেঁকে বসে আছে। এতে করে ফেনী শহরের ব্যবসা-বানিজ্যে বিরুপ প্রভাব পড়ছে। তারা প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রতিদিন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলম বলেন, বহিরাগত এক শ্রেনীর ধান্ধাবাজরা দৃষ্টিনন্দন সাজসজ্জা করে ক্রেতা আকৃষ্ট করে তাদের নানাভাবে ঠকাচ্ছে। হস্ত ও কুটির শিল্পের নামে নিুমানের এবং বিভিন্ন নিলামের পন্য মেলায় বিক্রি হচ্ছে। এসব পন্য সাময়িক সৌন্দর্য দেখালেও টেকসই হয় না। অপরদিকে এ মেলার কারনে শহরে দোকানপাটে কেনা বেচা কমে গেছে। এতে করে একদিকে যেমন মেলায় ক্রেতারা প্রতারিত হচ্ছে অন্যদিকে শহরের ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়ছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী এ মেলা বন্ধের দাবী জানান তিনি।
একই কথা বলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম। নীতিমালা অনুযায়ী এ ধরনের মেলা আয়োজনে চেম্বার অব কমার্সের ছাড়পত্রের বিধান থাকলেও তা মানেনি আয়োজকরা। এছাড়া মেলার সাথে ব্যবসায়ী সংগঠন কিংবা স্থানীয় ব্যবসায়ীদেরও কোন রূপ সম্পর্ক নেই।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখকে টার্গেট করে আয়োজকরা মেলার মেয়াদ বাড়াতে ক’দিন ধরে নানা চেষ্টা-তদবীর করছে। তবে গতকাল সোমবার পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়নি বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।
সম্পাদনা: আরএইচ
নিন্ম মানের পণ্যে সয়লাব ফেনীর বাণিজ্য মেলা
