নিজস্ব প্রতিনিধি>>
বিএনপি নালিশ ও প্রেস ব্রিফিং নির্ভর রাজনৈকি দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে শুক্রবার ফেনীর মহিপাল সার্কিট হাউজে সাংকাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা জানান তিনি। ইউপি নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের অভিযোগের সঙ্গে বান্তবতার কোন মিল নেই। দেশের প্রধান রাজনৈতিক দলে আওয়ামীলীগের কাউন্সিল সম্পর্কে মন্ত্রী বলেন, আগামী কাউন্সিলে দলটির গঠনতন্ত্রে প্রয়োজনীয় যুগোপযোগী পরিবর্তন করা হবে। এতে করে আ’লীগে নতুন নেতৃত্ব আসতে পারে বলেও ইঙ্গিত করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এনামুল হক, পুলিশ সুপার রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
‘বিএনপি নালিশ ও প্রেস ব্রিফিং নির্ভর রাজনৈতিক দলে পরিণত হয়েছে’
