নিজস্ব প্রতিনিধি >>
নতুন ফেনী বর্ষবরণ ও বৈশাখি আড্ডা বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার দিনভর আড্ডায় অংশ নেয় ফেনীর বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
নতুন ফেনী’র দিনভর মিষ্টি মুখে বৈশাখি আড্ডায় মেতে উঠেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আবু তাহের, সমকাল নিজস্ব প্রতিনিধি শাহজালাল রতন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মো: শাহাদাত হোসেন, ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি ডিএম একরামুল হক, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী সরকারী কলেজ ইংরেজী বিভাগের প্রভাষক সোহেল মোস্তাক, ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন, একাত্তর টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু, চ্যানেল নাইন প্রতিনিধি জহিরুল হক মিলন, মোহনা টিভি প্রতিনিধি দিদারুল আলম, আচল সম্পাদক সাহিদা সাম্য লিনা, ইসলামী আন্দোলন ফেনী জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ গোলাম সরোয়ার সিরাজী, লস্করহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ (লসাস) সভাপতি মোহাম্মদ ইউনুছ, ফেনী লিু ক্লাব’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত যুব প্রধান মো: রহমত উল্লাহ, দাগনভূঞা প্রেসক্লাব ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক কাজী ইফতেখারুল আলম, দৈনিক ফেনীর সময় ডেক্স ইনচার্র্জ আরিফ আজম, দৈনিক স্টার লাইন শহর প্রতিনিধি মাইন উদ্দিন পাটোয়ারী, ফেনী কলেজ ফ্রেন্ড ক্লাব সহ-সভাপতি মো: ইউনুছ মাসুম, বালিগাঁ ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী রিংকু পাটেয়ারী, প্রথম আলো বন্ধু সভার সহ সভাপতি শেখ আশিকুন্নবী সজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নোবেল, যুবদল নেতা শামীম আনসারী, ছাত্রদল নেতা মজুমদার রশিদ, একরামুল হক ভূঞাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থীসহ অগণিত পাঠক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
নতুন ফেনীর সম্পাদক রাশেদুল হাসানের সভাপতিত্বে দিনভর বৈশাখি আড্ডা সমন্বয় করেন নতুন নির্বাহী সম্পাদক নুর উল্লাহ কায়সার। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন নতুন ফেনীর ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম সনেট, প্রধান আলোকচিত্রী দুলাল তালুকদার, শহর প্রতিনিধি নাজিম উদ্দিন, তোফায়েল আহমেদ নিলয়, ছাগলনাইয়া প্রতিনিধি মো: কামরুল হাসান, সোনাগাজী প্রতিনিধি এইচএম হিজবুল্লাহ, দাগনভূঞা প্রতিনিধি ইয়াছিন করিম রনি, মার্কেটিং এক্সিকিউটিভ নুর নবী নোমান, শাহাদাত হোসেন তৌহিদ ও আবু লাইছ মোহাম্মদ ত্বোহা।
সম্পাদনা: আরএইচ/এনকে/এমকেএইচ/এনইউ