দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আতাতুর্ক স্কুল অডটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধধান অতিথি ছিলেন জেলা মহিলা আ’লীগ সভানেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা।
প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা আ’লীগ সাধারণ সম্পাদিকা লায়লা জেসমিন বড়মণি। উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী রাবেয়া আক্তার রাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যানন দিদারুল কবির রতন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার শেফালী, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন ও উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল।এসময় উপস্থিত ছিলেন, সিন্ধুরপুর ইউপি আ’লীগ সাধারন সম্পাদক নুর নবী, পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা মাসুদ রায়হান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় মহিলা আ’লীগের সম্মেলন
