ঢাকা অফিস>>
আমাদের দেশের ধর্মভীরু মুসলমানরা ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদ তৈরি করতে জানে না। পশ্চিমারাই জঙ্গিবাদ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘পশ্চিমা গোষ্ঠী আফগানিস্তানে সন্ত্রাসবাদ তৈরি করেছে। তারা ইরাকে আক্রমন করে সেখানে সন্ত্রাসবাদ তৈরি করেছে। তারা লিবিয়াতে সন্ত্রাসবাদ তৈরি করেছ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে অপরাধ অনুসন্ধানী অনলাইন দৈনিক ও পাক্ষিক প্রকাশনা ‘প্রাইভেট ডিটেকটিভি’র ১৫ বছর পূর্তিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইকবাল সোবহান বলেন, আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রিতি আমাদের ঐতিহ্যগত অধিকার। আমাদের দেশের ধর্মভীরু মুসলমানরা ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদ তৈরি করতে জানে না।
বাংলাদেশের গণমাধম্যের স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদনে আমাদের গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কথা বলেছে। তাদের এই উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাই। এদেশের গণমাধম্যের স্বাধীনতা না থাকলে সংবাদমাধ্যম এতো বেশি বিকশিত হতে পারতো না।’ তিনি আরো বলেন, ‘মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্পদায়িকতা সমাজে শুধু অপরাধ বা অশান্তি সৃষ্টি করছে না, তারা গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের পথে বাঁধা সৃষ্টি করছে।’
আলোচনায় আরো অংশ নেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, লন্ডন ইমিগ্রেশন স্পেশালিস্ট ব্যারিস্টার জিল্লুর রহমান, প্রাইভেট ডিটেকটিভের উপদেষ্টা ব্যারিস্টার সাওগাতুল আনোয়ার খান, বাসসের সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। সভাপতিত্ব করেন প্রাইডভেট ডিটেকটিভের প্রধান সম্পাদক মনির চেীধুরী।
সম্পাদনা: আরএইচ
‘পশ্চিমারাই জঙ্গিবাদ সৃষ্টি করছে’
