সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে জলদস্যু নেতা আবুল কালাম ওরফে এসপি কালামকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরশহরের জিরোপয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে শহরের ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ২টি হত্যাসহ সোনাগাজী মডেল থানায় ৬টি মামলা রয়েছে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে জলদস্যুদের অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে আসছে। গ্রেফতারকৃত আবুল কালাম সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের হাজী শাসুল হকের ছেলে। তার বিরুদ্ধে ৩টি মামলার গ্রেফতারী ফরোয়ানা রয়েছে।
সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক শাহ আলম আবুল কালামকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে জলদস্যু এসপি কালাম গ্রেফতার
