নিজস্ব প্রতিনিধি>>
দাগনভূঞায় আগুনে পুড়ে মোহাম্মদ আজাদ (২৮) নামে এক প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বাগেরহাট এলাকার আলী কোম্পানী বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত রান্না ঘরে ঘুমোতে যায় মোহাম্মদ আজাদ। রাত সাড়ে তিনটার দিকে আগুন লেগে আজাদসহ পুরো ঘরটি ভষ্মিভূত হয়। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়দের ধারণা। নিহত মোহাম্মদ আজাদ ওই বাড়ীর আলী কোম্পানীর ছেলে।
দাগনভূইয়া থানার পরিদর্শক আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞায় আগুনে পুড়ে প্রতিবন্ধি যুবকের মৃত্যু
