ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়া পৌর শহরের মাষ্টার পাড়া বি আর মজুমদার বাড়ি সংলগ্ন স্থানে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন বর্তমান পৌর মেয়র মোঃ আলমগীর বিএ। সোমবার রাতে সমাজসেবক কাজী রবিউল হকের সভাপতিত্বে ও বিএনপি নেতা মামুন সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কফিল উদ্দিন সরকার, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এমজি কিবরিয়া মজুমদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকের হায়দার সুমন, কার্যকরী সদস্য আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন, পাঠান নগর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ জাফর চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃ নাদিম উদ্দিন, রবিউল ইসলাম শ্যামল, ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আগামী ২৫ মে চতুর্থ দফায় ছাগলনাইয়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে পৌর মেয়র মোঃ আলমগীর বিএ দলীয় মনোনয়ন পেয়ে (ধানের শীষ) প্রতীকে ৩য় বারের মত মেয়র নির্বাচন করতে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ার পৌর মেয়র আলমগীরের মতবিনিময়







