অনার্য মুর্শিদ>>
রিকশাচিত্র একটি ঐতিহ্যবাহী শিল্পমাধ্যম। কিন্তু ধীরে ধীরে এটি লোপ পাচ্ছে। একসময় এটা চলচ্চিত্র শিল্পের অংশ ছিল। নতুন ছবির বিজ্ঞাপন এবং এই শিল্প বিকাশে এটা ছিল শক্তিশালী মাধ্যম। সিনেমার রূপালি পর্দায় আাঁধার নামার কারণে এটি এখন হারিয়ে যাওয়ার পথে। পুরান রিকশাগুলোতে এখনো এটা দেখা যায়। নতুন রিকশায় দেখা গেলেও তা কালেভদ্রে। পুরাতন শিল্পীদের অনেকেই ইতোমধ্যে পেশা বদল করে ফেলেছেন। নতুনদের কেউ এই পেশায় যোগ দিতে আগ্রহ দেখান না। ঠিক এই সময়ে শিল্পী নব কুমার ভদ্রে রিকশাচিত্রকে নিয়ে এলেন নতুন জায়গায়। প্রদর্শনীতে। রিকশাচিত্রেরও যে আলাদা প্রদর্শনী হতে পারে এটা নবকুমার ভদ্রে এ যাবত তিনবার দেখিয়েছেন। রাজধানীর বিভিন্ন গ্যালারীতে প্রদর্শিত হয়েছে তার এই চিত্রকর্মগুলো।

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি চলছে শিল্পী নব কুমার ভদ্রে’র সেই ধরনের একটি প্রদর্শনী ‘রঙে ভরা গ্রীষ্ম’। প্রদর্শনীতে মোট ২৪টি চিত্রকর্ম, ১৭টি পেন্সিল স্কেচ এবং টিনের উপর আঁকা ২৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে। তিনটি মাধ্যমে এই চিত্রকর্মগুলো আঁকা। পেন্সিল, প্লাস্টিক এবং এ্যানামেল। চিত্রকর্মগুলোতে উঠে এসেছে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের অ্যাকশনমুখি ভঙ্গি, নটকীয় মূহুর্ত। সিনেমার স্থিরচিত্রের পাশাপাশি আঁকা হয়েছে বাংলার গ্রামীণ জনপদের দৃশ্য, নৈসর্গিক শোভা, প্রাচীন লোককথা। রিক্শাচিত্র ছাড়াও নব প্রদর্শন করেছেন খুদে মডেলের রিক্সা, বিলুপ্ত বেবি ট্যাক্সি ও মাটির সারা।

নব বলেন, আশির দশকে তিনি পেশাদার চিত্রকর হিসেবে ঢাকাই চলচ্চিত্রের রঙিন পোস্টার আর ব্যানার আঁকতে শুরু করেন। এরপর প্রবেশ করেন রিকশাচিত্রের ভূবনে। প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে তিনি প্রাচীন এই ঐতিহ্যকে লালন করে আসছেন। বর্তমানে এর প্রচলন কমে যাওয়ায় পেশা থেকে সরে এসেছেন। কিন্তু নেশাটা বরাবরই রয়ে গেছে। তারই বহিঃপ্রকাশ ‘রঙে ভরা গ্রীষ্ম’।
নব কুমার ভদ্রে ঢাকার রিক্শাচিত্রের ভূবনে স্বতন্ত্র একটা স্থান তৈরিতে সক্ষম হয়েছেন। কাজের স্বীকৃতিও মেলেছে তার যথেষ্ট। কি দেশে কি বিদেশে। সব জায়গাতেই তিনি কাজের কারণে প্রশংসিত, নন্দিত।
চিত্র প্রদর্শনীটি শুরু হয়েছে গত ২৯ এপ্রিল। চলবে ১৪ মে পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত । প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
সম্পাদনা: আরএইচ/এএম







