সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আফরোজা আক্তার প্রমির চিকিৎসায় প্রায় ৫ লাখ টাকা সহায়তা দিয়েছে প্রবাসীরা। রবিবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মধ্যদিয়ে প্রবাসীর প্রেরিত টাকা প্রমির মায়ের হাতে হস্তান্তর করা হয়।
স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুব মোরশেদ। এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালের কন্ঠের ফেনী প্রতিনিধি ও দৈনিক স্টার লাইনের উপদেষ্ঠা সম্পাদক আসাদুজ্জামান দারা।
ও প্রাক্তন ছাত্র মোঃ আমজাদুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন “প্রমি বাঁচতে চায়, প্রমিকে বাঁচান” ইভেন্টের প্রধান সমন্বয়ক কাজী আবিদুর রহমান, অসুস্থ আফরোজা আক্তার প্রমি, কুয়েতের ফালাহিল থেকে ইমোতে বক্তব্য রাখেন ফজলুল হক কিরন, ও প্রমির মায়ের লিখিত বক্তব্য পাঠ করেন ফয়েজ উদ্দিন। এসময় স্কুলের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, প্রবাসী দাতাদের প্রতিনিধি ও ইভেন্টের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উলে¬খ্য, কুয়েত, কাতার, সৌদি আরব,মালেয়েশিয়া, ফান্স ও সাইথ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এই টাকা প্রেরন করে। প্রমি দাগনভূঞার রাজাপুর ঘোনার দৃষ্টি প্রতিবন্ধি আবদুল আলি দুলালের মেয়ে। সে দূরা রোগ্য স্কলায়োসিস ও হোলাক্রোম সিরামিক্স রোগে আক্রান্ত। তার এই রোগের পুরোপুরি চিকিৎসা করাতে ১৫ লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে ইভেন্টের কর্মীদের প্রচেষ্ঠায় দেশী বিদেশী সহায়তায় ৯ লাখ টাকা যোগার হয়েছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে অসুস্থ স্কুল ছাত্রীর চিকিৎসায় আরো ৫ লাখ টাকা সহায়তা
