নিজস্ব প্রতিনিধি>>
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দার’র উপর হামলার ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার আহত রকিব হায়দারকে দেখতে এসে জনপ্রশাসন মন্ত্রনালয় এর যুগ্ম-সচিব রঞ্জিত কুমার সেন এ তথ্য জানান। তিনি আহত কর্মকর্তার সার্বিক চিকিৎসার খোঁজ নেন। এ ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তি প্রদান করা হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, এ ব্যাপারে মন্ত্রিপরিষদের নির্দেশে কেন্দ্রীয়ভাবে ও জেলা প্রশাসনর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
এর পরে বিকালে আহত এইচএম রকিব হায়দারকে দেখতে আধুনিক ফেনী সদর হাসপাতালে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: রহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী -২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আমিনুল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারসহ প্রমুখ।
সম্পাদনা: আরএইচ
পরশুরামে ইউএনও’র উপর হামলার ঘটনায় পৃথক তদন্ত কমিটি
