শহর প্রতিনিধি>>
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রবিবার বিকালে শহরের এসএসকে সড়কের সমবায় সুপামার্কেট সংলগ্ন স্থান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ মিজানুর রহমান, দাগনভূঞা উপজেলা বিএনপি’র সভাপতি আকবর হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইদ্রিছ বর্তন, জেলা জাসাসের সভাপতি হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি নঈমুল্লাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুনসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
