দাগনভূঞা প্রতিনিধি>>
ঘাতক মরণব্যধি ক্যান্সার আক্রান্ত হয়ে দাগনভূঞার সিলোনিয়া ডিলড্রেন গার্টেন স্কুলে মেধাবী ছাত্র আবুল হাসনাত সৌরভের মৃত্যুতে শোকের মাতম তার পরিবারে। ছেলে হারানোর শোকে বার বার অজ্ঞান হয়ে পড়ছে মমতাময়ী মা। পরিবরের অন্যান্যদের শোকও যে শেষ হবার নয়।
এর আগে ঘাতক মরণব্যধি ক্যান্সার আক্রান্ত হয়ে শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় ফেরার দেশে। শনিবার সকালে নিজ বাড়ীর কবরস্থানে নিহত সৌরভের লাশ দাফন করা হয়। উপজেলার জায়লস্কর ইউনিয়নের আহম্মদপুর গধামের গ্রীস প্রবাসী আবুল বাশারের মেঝো ছেলে সৌরভ। এবারের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু নিয়তির কি পরিহাস জীবনের প্রথম পরীক্ষা দেয়ার আগেই বিদায় নিয়েছে পৃথিবী থেকে। বাবা-মা ও শিক্ষকদের স্বপ্ন ছিল সৌরভ জিপিএ-৫ পাবে। তার প্রধান শিক্ষক আলাউদ্দিন আলো জানান, সৌরভ শান্ত স্বভাবের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদনা: আরএইচ