দাগনভূঞা প্রতিনিধি >>
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের উপর হামলা করেছে দুবৃত্তরা। রবিবার সকালে ইউনিয়নের ফাজিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নাসিরসহ ১০জন আহত হয়েছে।

আহত নাসির উদ্দিন জানান, ওইদিন সাকলে গণসংযোগ করে জেলে বাড়ী সংলগ্ন স্থানে পৌঁছলে কয়েকজন দূবৃত্ত হামলা করে। এসময় তাদের লাঠি-সোটা ও ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ হারুন, মোশাররফ, জ্যাকি, রিয়াদ, আরমান, আলা উদ্দিন, বাদশা, তনিম, সুজন আহত হয়। তাদের শোর-চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য নাসির উদ্দিন, মোহাম্মদ হারুনকে আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো: আকবর হোসেন, হামলার ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের দায়ী করেন।
দাগনভূঞা থানার পরিদর্শক আসলাম উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/ইআর







