নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। দিন-রাত ক্লান্তিহীনভাবে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীদের বিরামহীন প্রচারণায় দেখা গেলেও বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা গোপনে প্রচারণা চালাচ্ছেন।
জানা যায়, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ এলএলবি ওয়ার্ডে ওয়ার্ডে মতিবিনিময় সভাসহ নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শনিবার উত্তর লক্ষীপুর, মধ্যম লক্ষীপুর, লস্করহাট, দক্ষিণ লক্ষীপুর এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। একইভাবে পাঁছগাছিয়া ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নোয়ার হোসেন মানিক দলীয় নেতাকর্মীদের নিয়ে উত্তর কাসিমপুর, ইলাশপুর এলাকায় গণসংযোগ করেন। ধর্মপর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী শাহাদাত হোসেন সাকা দলীয় নেতাকমীদের নিয়ে চষে বেড়াচ্ছেন গোটা ইউনিয়নে। এ ইউনিয়নে সমান তালে গণসংযোগ চালাচ্ছেন বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজহারুল হক আরজু। বালিগাঁও ইউনিয়নে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার নানা কারনে কোণঠাসা থাকলেও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এ ইউনিয়নে প্রতিদিন বিপুল পরিমান দলীয় নেতাকর্মী নিয়ে গণসংযোগে বের হন আবুল কালাম আজাদ। এছাড়াও কালিদহের দিদারুল আলম, ফাজিলপুরে মজিবুল হক রিপন, শর্শদীতে জানে আলম ভূঞা, কাজিরবাগে অ্যাডভোকেট কাজী বুলবুল আহমদ সোহাগ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে নির্বাচনী প্রচার-প্রচারণায় চোখে পড়ছেরা বিএনপি প্রার্থীদের। নির্বাচন ঘনিয়ে আসলেও এখানো পোষ্টার সাটেনি অনেক প্রার্থীর। কেউ কেউ গোপনে প্রচারণা চালাচ্ছেন। কাজিরবাগ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন, মোটবী ইউনিয়নে অধ্যাপক এম এ খালেক, শর্শদী ইউনিয়নে এডভোকেট মো: নুরুল ইসলাম, বালিগাঁও ইউনিয়নে নুরুল করিম ভূঞা ফয়েজ, ফাজিলপুর ইউনিয়নে শাহজাহান সিরাজী ইসমাইল, পাঁচগাছিয়া ইউনিয়নে কামাল উদ্দিন, ধর্মপুর ইউনিয়নে জিয়া উদ্দিন ও কালিদহ ইউনিয়নে ফখরুদ্দীন কাউকেউ প্রকাশ্যে প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি।

এছাড়াও সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়নে দাপটের সাথে প্রচারণা চালাচ্ছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা। বিএনপি প্রার্থীদের বাড়ীতে হামলা ও প্রচারণায় বাধা দেয়ায় চুপসে গেছে অনেক প্রার্থী। তবে উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থীরা প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন।
সম্পাদনা: আরএইচ







