দাগনভূঞা প্রতিনিধি >>
দাগনভূঞায় বাড়ীর রাস্তা কেটে পানিতে ফেলে দিয়েছে হেলাল ও রহমত নামের স্থানীয় দুই সন্ত্রাসী। সোমবার ভোরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার বায়তুল আমান জামে মসজিদ সংযোগ সড়ক দিয়ে প্রায় দুই হাজার মানুষের যাতায়াত। এলাকার মানুষের দূর্ভোগের কারণে বিগত ২ মাস আগে উপজেলা পরিষদের অর্থায়নে ১ লাখ টাকা ব্যায়ে ৮ ফুট প্রস্থের এ রাস্তাটি সংস্কার করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তার পাশের জমি দখল করে সড়ক নির্মাণ করা হয়েছে বলে কেটে ফেলা হুমকি-ধমকি দিয়ে আসছে হেলাল ও রহমত। সোমবার ভোরে জেরপূর্বব ৭০ থেকে ৮০ ফুট রাস্তা কেটে ফেলে। এসময় স্থানীয়রা বাঁধা দিতে এলে তারা কোদাল দিয়ে হামলা চালায়। এসময় ২ নারীসহ বেশ কয়েকজন আহত হয়।
দাগনভূঞা থানার পরিদর্শক আসলাম উদ্দিন জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নেয়া হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানান, বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় রাস্তা কেটে পানিতে !







