শহর প্রতিনিধি >>
ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিষ্টার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা শ্রমিকদলের সভাপতি আবদুর রাজ্জাক, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীর, জাসাস’র ফেনী জেলার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন আনসারী, জেলা ছাত্রদল সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক এস এম সালাহ্উদ্দিন মামুন প্রমূখ।

এছাড়াও দিনটিতে শহরের রামপুর আইডিয়াল একাডেমী বিনামূল্যে রক্ত ও ডায়াবেটিক পরীক্ষা কর্মসূচি পালিত হয়। ওই প্রতিষ্ঠানে সাধারণ সম্পাদক এম নুরুল ইসলামের সার্বিক সহযোগিতায় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, শামসুল হক মাষ্টার, সাবদান মিয়া, সাহাব উদ্দিন, দেলোয়ার হোসেন দেলু, হারুন অর রশিদ, মাহবুবুল হক, আমিনুল হক, আবুল বশর ও জহির হোসেন প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/এনইউ







