নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে নির্বাচনী সহিংসতায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে ফেনী সদর উপজেলার ধর্মপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যনা এম আজহারুল হক আরজুর ৫টি নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ চালায় দুর্বৃত্তরা। এসময় তারা আমিন বাজার, পিঠা পানারী ও পাটোয়ারী বাজারের নির্বাচনি অফিস ভাংচুর ও অফিসের আসবাপত্র রাস্তায় এনে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। এ সময় তার চার সমর্থক আহত হয়। এ ঘটনার রেশ ধরে বুধবার সকালে আমতলি এলাকায় বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে বাজারের কনফেকশনারি, খাবার দোকান, ডেকোরেটর, স্টেশনারী ও মুদি দোকানসহ ২৫ টি দোকান-ঘর ভাংচুর করে। এ সময় তারা বাজারের পাশের ৩টি বাড়িতে ভাঙচুর চালায়।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম আজহারুল হক আজুর সাথে মুঠোফোনে জানান সরকার দলীয় প্রার্থী শাহাদাত হোসেন সাকার লোকজন তার সমর্থকদের উপর হামলা মামলা দিয়ে হয়রানী করছে। প্রশাসনকে লিখিত ভাবে বিষয়টি জানানো হয়েছে।
তবে সবরকার দলীয় প্রার্থী শাখাওয়াত হোসেন সাকার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ সব ঘটনায় সতন্ত্র প্রার্থীর সমর্থকরা দায়ী বলে উল্লেখ করেন।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ দোষীদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি এখন শান্ত।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম এক প্রার্থীর লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
সম্পাদনা: আরএইচ/এনকে







