নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা দুপরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কশিনার রানুয়ারা খাতুন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রন ও ভোক্তা অধিকার সংরক্ষনে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। এসময় পণ্যমূল্য তালিকা না থাকায় শহরের মুক্ত বাজারে তিন সবজি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা, মহিপাল কাঁচা বাজারে আরেক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভাবে সেবামূলক তালিকা প্রদর্শণ ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে শ্যামলী পরিবহনকে ১৫ হাজার, সেবা ট্রান্সপোর্টকে ১০ হাজার, এমপি ট্রাভেলসকে ১০ হাজার জরিমানা করে ভ্রাম্যমান আদালাত।
এসময় জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন চৌধুরী ও শারমিন ইয়াসমিন এবং ফেনী পৌরসভার স্যানেটারী ইনপ্সেক্টর কৃষ্ণময় বণিক উপস্থিত ছিলেন।
ফেনীতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা







