নিজস্ব প্রতিনিধি>>
সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে র্যাপিড় অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব’র সাথে বন্দুকযুদ্ধে মাসুদ প্রকাশ গাব্বা মাসুদ (৩০) নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে স্থানীয় এনাম ড্রাইভারের বাড়ীতে অভিযান চালায় র্যাব। এসময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতরা। র্যাব পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার শারিরিক অবস্থার অবনতিহলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। র্যাব ঘটনাস্থল থেকে দু’টি এলজি, দু’টি পিস্তল, চারটি রামদা উদ্ধার ও আরো এক ডাকাত সদস্যকে আটক করে। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে। নিহত মাসুদ উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের ডা. নুর উল্লাহ সাহেব বাড়ির বাসিন্দা
ফেনীস্থ র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম মাসুদ নামের এক ডাকাত নিহতের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে র্যাব’র সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
