সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. নুরুল আলম।
সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাইনুল হোসেন, মেডিকেল অফিসার ডা. আজিজুর রহমান, সোনাগাজী মডেল থানার এসআই আবদুর রহমান, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন ও শেখ আবদুল হান্নান, ব্র্যাকের ম্যানেজার মনোয়ারা বেগম এবং সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার ফরিদ উদ্দিন ভূঞা প্রমূখ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল আলম জানান, আগামী ১৬ জুলাই সারা দেশের ন্যায় সোনাগাজীর ২শ’ ১৯টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৬শ’৮ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৮ হাজর ২শ’ ৭৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে ভিটামিন এ প্লাাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা
