নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে ইয়াবাসহ দু’ যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে শহরের মধ্যম চাড়িপুর আলীমুদ্দিন রোডস্থ একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকার শেখ আহাম্মদের ঘরের ভাড়াটিয়া শাহজালালের বাসা থেকে ৩৫ পিস ইয়াবাসহ মো. শাহজালাল প্রকাশ মিয়া(২৮) ও মহিউদ্দিন সবুজকে (২৮) আটক করা হয়। আটককৃত শাহজালাল ওই এলাকার হাজী আলীম উদ্দিন বাড়ীর হোনা মিয়া ও সবুজ নজির মৌলভী বাড়ীর আবুল খায়েরের ছেলে। পুলিশ আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকার মাদক ব্যবসা চালিয়ে আসছে। ধৃত সবুজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ইয়াবাসহ দু’জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ইয়াবাসহ দু’ যুবক আটক







