নতুন ফেনী ডেস্ক>>
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মিল্লাত সুপার মার্কেট কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটার্যাক্টর এ এন এম মাখজাম হায়দার মিরাজের সভাপতিত্বে অতিথি ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট রোটারিয়ান সাইদুল মিল্লাত মুক্তা ও প্রেসিডেন্ট ইলেক্ট ও আর.সি.সি.রোটারিয়ান হানিফ মজুমদার মিন্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন এ.ডি.আর.আর রোটারে্যক্টর শরীফুল ইসলাম অপু, ডিস্টিক জয়েন্ট সেক্রেটারী রোটার্যাক্টর সিপি আরাফাত উল মিল¬াত দিপুল, সেক্রেটারী রোটার্যাক্টর আলা উদ্দিন আহমদ রায়হান, ভাইস প্রেসিডেন্ট রোটার্যাক্টর বেলায়েত হোসেন প্রমুখ।
সম্পাদনা: আরএইচ
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র ঈদ পূনর্মিলনী







