নিজস্ব প্রতিনিধি >>
দুই দিনের টানা বৃষ্টিতে ফেনী শহরের জলজটের সৃষ্টি হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও নিন্মাঞ্চল কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির ফলে পানিতে ডুবে যায় শহরের গুরুত্বপূর্ণ দুটি রাস্তা এসএসকে সড়ক ও একাডেমী সড়ক। এ দুটি সড়কে তিন থেকে চার ফুট পানি উঠে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়াও শহরের একাডেমী, ছাড়িপুর, রামপুর, ডাক্তারপাড়াসহ বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে।

এদিকে সামন্য বৃষ্টিতে তলিয়ে গেছে ছাগলনাইয়া সরকারী কলেজ। শনিবার সকালে এক থেকে ২ ফুট পানি অতিক্রম করে ক্লাস করে শিক্ষার্থীরা।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







