নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ শ্লোগানে নয়দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মঙ্গলবার শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল সাইফুর রহমান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বি.কম ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম।
সামাজিক বন বিভাগ ফেনীর সি.এম.ও আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেনীর উপ-পরিচালক কৃষিবিদ মো. শহীদুল হক ও করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, সদর উপজেলা কৃষি অফিসার আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, সামাজিক বন বিভাগ ফেনী সদর রেজ্ঞ কর্মকর্তা মীর হোসেন, দাগনভূঞা রেজ্ঞ কর্মকর্তা এ. আর জাহাঙ্গির আলম, পরশুরাম রেজ্ঞ কর্মকর্তা আব্দুস সাত্তার, ছাগলনাইয়া রেজ্ঞ কর্মকর্তা একরামুল হক, ফরেষ্টার মোঃ আনোয়ার হোসেন, করাতকল মালিক সমিতির সহ-সভাপতি হাজী নুর আহম্মদ, সদর সভাপতি মোঃ শাহাজান, সহ-সভাপতি হাবিবুল্øাহ বাহার সেলিম প্রমুখ।
মেলায় ৩০টি স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন বৃক্ষের রকমারি গাছের চারা বিক্রয় হচ্ছে। মেলা চলবে ২৭জুলাই পর্যন্ত।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে নয়দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
