নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ৮ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার দিবগত রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে এ ঘটনা কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দূর্ঘটনায় মহাসড়কের উপর ট্রাকটি উল্টে পড়ে ও ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামের সব ধরণের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি। একই সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার ধরে তীব্র যানজট দেখা দেয়।
ফেনী রেলওয়ে স্টেশন মাষ্টার মাহবুবুর রহমান জানান, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছেছে। কয়েক ঘন্টার মধ্যে যান চলাচল শুরু হবে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে মালবাহী ট্রেন-ট্রাক সংঘর্ষে ৮ ঘন্টা যান চলাচল বন্ধ







