পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামের স্থগিত হওয়া ৩ ইউপিতে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জাবেদ আলী। মঙ্গলবার বিকালে উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আমিনুল আহসান। বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, নির্বাচন কর্মকর্তা সাহেদা আক্তার, পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী, মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু,বকসমাহমুদ ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি সহ সকল বিভাগের অফিসারগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
পরশুরামে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেন নির্বাচন কমিশনার জাবেদ আলী
