নিজস্ব প্রতিনিধি>>
সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লাহ পিএসসি।

ফেনীস্থ-৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান’র পরিচালক শামীম ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল করিম পিপিএম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার ও ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/টিএইচএন






