পরশুরাম প্রতিনিধি>>
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা খোকা মিয়া মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক এর সভাপতিত্বে ও যুবলীগের সম্পাদক এম সফিকুল হোসেন মহিমের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরী, পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এসএএফ
আলাউদ্দিন চৌধুরী নাসিম ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতিসভা
