ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় ৪ ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ছাগলনাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছ বাজারে পঁচা ইলিশ বিক্রি করার অভিযোগে মাছ ব্যাবসায়ী রাসেলকে ৫শ’ টাকা, মঞ্জুর আলমকে ৫শ’ টাকা, কবুতর ব্যাবসায়ী আতাউর রহমানকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। একইদিন শহরের আনন্দ হোটেলে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার ৪ ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায়ের সত্যতা নিিিশ্চত করেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
