নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ইয়াবাসহ মোঃ নুরুজ্জামান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকালে শহরের উত্তর চাড়ীপর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৯০ পিস ইয়াবাসহ মো. নুরুজ্জামানকে আটক করা হয়। আটককৃত নুরুজ্জামান দক্ষিণ ছাড়িপুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক







