দাগনভূঞা প্রতিনিধি >>
দাগনভূঞার চাঁনপুরে রাজমিস্ত্রী ফখরুল ইসলাম হৃদয় খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাইফুল ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
এর আগে শুক্রবার সকালে দাগনভূঞা উপজেলার এবি ব্রিকফিল্ড থেকে ফখরুল ইসলাম হৃদয় এর লাশ উদ্ধার করে পুলিশ।
দাগনভূঞা থানার পরিদর্শক মো. আসলাম উদ্দিন জানান, ফখরুল ইসলাম হৃদয় হত্যার সাথে জড়িত সন্দেহে এক যুবক আটকের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় হৃদয় খুনের ঘটনায় যুবক আটক
