নিজস্ব প্রতিনিধি>>
বাল্য বিবাহের দায়ে ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাজী সিরাজুল ইসলাম মজুমদারকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৭ সেপ্টেম্বর দাগনভূঞা উপজেলার বরইয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণ করে পার্শ্ববর্তী করিমুল্লাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে মিজানুর রহমান। পরে ওই ছাত্রীকে কাজী সিরাজুল ইসলাম মজুমদারের সহযোগিতায় জোরপূর্বক বিবাহ করেন। এ ঘটনায় অপহৃতার মা আয়েশা খাতুন বাদী হয়ে দাগনভূঞা থানায় মামালা দায়ের করলে পুলিশ অপহরণকারী পিতা খোরশেদ আলমকে আটক করে। বুধবার বাল্য বিবাহের অভিযোগে বিবাহের রেজিষ্ট্রার জব্দ করে কাজীকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ওই ছাত্রীকে অপহরণের এক মাস পূর্বে ৭ আগষ্ট বিয়ে রেজিষ্ট্রি দেখানো হয়। অসৎ উপায়ে বাল্য বিবাহ সম্পন্ন করার অপারধে তাকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক পিকেএম এনামুল করিম এক কাজীকে কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে বাল্য বিবাহের দায়ে কাজীর কারাদন্ড
