শহর প্রতিনিধি>>
ফেনীতে নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শারমীন জাহানের সভাপতিত্বে বক্তব্য সভায় রাখেন ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা, সাংবাদিক বখতেয়ার ইসলাম মুন্না প্রমুখ।
পরে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের অংশগ্রহণে গান, কবিতা ও নৃত্য অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
ফেনীতে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ শুরু







