নিজস্ব প্রতিনিধি >>
ফেনী সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার সকালে পরশুরাম উপজেলা একাধিক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদকে বহকারী হেলিকপ্টার সকাল ১১ টায় পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে। পরে পরশুরামের মজুমদার হাট ক্যাম্প বিজি ক্যাম্পে পরিদর্শক সীমান্তে চোরাচালান বিষয়ে বিজির সাথে মতবিনিময় সভা এবং বিরোধপূর্ণ মুহুরীর চরস পরিদর্শন করবেন তিনি।
পরশুরাম থানার পরিদর্শক আবুল কাশেম নতুন ফেনী’কে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ’র পরশুরাম সফরে সব ধরণের নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক নতুন ফেনী’কে জানান, সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রশাসেনর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ
ফেনী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী-বিজিবি মহাপরিচালক







