নিজস্ব প্রতিনিধি >>
সোনাগাজীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে গ্রামবাসীকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিতে তিন গ্রামবাসী আহত হয়েছে। রবিবার বিকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার কালিদাস পাহালিয়া নদীর তীরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকার দলীয় এক নেতার যোগসাজেসে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যার ফলে ওই এলাকায় নদী ভাঙ্গনে স্থানীয়দের ঘর-বাড়ী নদীতে বিলিন হয়ে যাচ্ছে। গ্রামবাসী বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ করলেও প্রভাবশালীদের কারণে যে প্রতিবাদ ভেস্তে যায়। রবিবার বিকালে সংঘবদ্ধ হয়ে বেশ কয়েকজন ওই বালু মহালের দিকে গেলে নদীতে থাকা নৌকা থেকে সন্ত্রাসীরা গুলি করে। তাদের গুলিতে একই গ্রামের আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), রুহুল আমিনের ছেলে মিজানুর রহমান (৩৪) ও মো. মিয়া (২৫) আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সালেহ আহাম্মদ জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে শর্টগানের গুলি রয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
নবাব ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, নদী থেকে গ্রামবাসীর উপর গুলির ঘটনার কথা তিনি শুনেছেন। এ ঘটনায় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এএইচআর
সোনাগাজীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে গুলি ॥ ৩ গ্রামবাসী গুলিবিদ্ধ







