ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জাকের হোসেন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চশমা ও হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
