নিজস্ব প্রতিনিধি >>
ফুলহাগীজতে পরাজিত ইউপি সদস্যের বাড়ীতে হামলা ও ভাংচুর করেছে দুবৃত্ত্বরা। সোমবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের গোসাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ফুলগাজীতে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ৪ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে অংশ নেন আবদুল হক মেম্বার। নির্বাচনে পরাজয়ের পরতার দোকান ও বাড়ীতে হামলা ও ভাংচুর করে দূবৃত্ত্বরা। এসময় ফাহিম একজনসহ অন্তত ৫জন আহত হয়।
আবদুল হক মেম্বার জানায়, প্রতিপক্ষ বিজয়ী প্রার্থীর সমর্থকরা তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে ককটেল হামলা, গুলি ও ভাংচুর চালিয়েছে। এ ঘটনায় তিনিন সুষ্ঠু বিচার দাবী করেন।
ফুলগাজী থানার পরিদর্শক এমএম মুর্শেদ জানান, এ ধরণের একটি খবর তিনি পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ
ফুলগাজীতে পরাজিত প্রার্থীর বাড়ীতে হামলা-ভাংচুর







