নিজস্ব প্রতিনিধি>>
জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির মকবুল আহমাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তসংস্থা। সোমবার ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্তসংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খান একথা জানান। তিনি বলেন, “মকবুলের বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি। তবে অনেক অগ্রগতি হয়েছে। তিনি যে রাজাকার ছিলেন সে বিষয়টি তথ্য-উপাত্তে স্পষ্ট।” এক প্রশ্নের জবাবে হান্নান খান বলেন, “মকবুলের বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ ছিল না। তবে গণমাধ্যমে আসা প্রতিবেদনের ভিত্তিতে তদন্তে গিয়ে সত্যতা পাওয়া গেছে।” তিনি বলেন, “এ বিষয়ে এখনো প্রাথমিক তদন্ত চলছে। তার বিরুদ্ধে মামলা হবে কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।”
সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে মকবুল আহমাদ ১৯৭১ সালে ফেনী ও চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। ওই সংবাদের সূত্র ধরেই মকবুল আহমাদের মানবতাবিরোধী অপরাধের তথ্য অনুসন্ধানের উদ্যোগ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সম্পাদনা: আরএইচ
মকবুল আহাম্মদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে
