নতুন ফেনী ডেস্ক>>
সিপন চন্দ্র পালকে সভাপতি ও ওমর ফিরোজ মামুনকে সাধারণ সম্পাদক করে শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র ফেনী কমিটি গঠিত হয়েছে। সোমবার কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দুই বছরের জন্য অনুমোদিত কমিটিতে সুবির সরকার দিলু, হাসিনা আক্তার নিঝুম, অনিল চন্দ্র দাস, কামাল হোসেন সোহাগ, সাইফুদ্দিন রুপম, রহিম উদ্দিন সহ ১৩ জন সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক ০৩ জন, বিপ্লব চন্দ্র ভৌমিকসহ ০৪ জন সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য পদসহ মোট ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
উল্লেখ যে, গত ২৮ অক্টোবর দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক পদটি নির্বাচন করা হয়।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কমিটি গঠন
