মোঃ কামরুল হাসান>>
আমাদের সন্তানকে যারা ধ্বংস করতে চায় আমরা তাদেরকে স্ব-মূলে ধ্বংস করবো বলে মন্তব্য করেছেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম। ছাগলনাইয়ায় জঙ্গিবাদ ও মাদক বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এসব বলেছেন। ডিআইজি আরো বলেন, আমাদের সন্তান যাতে ধর্মান্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার সন্তান যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে আমি ডিআইজি এবং আইজি হয়েও কোন লাভ নেই।
বুধবার বিকালে থানা মিলনায়তনে আয়োজিত সমাবেশে পরিদর্শক মোঃ রাশেদ খান চৌধুরীর সভাপতিত্বে ও উপ-পরিদর্শক মোঃ জিহাদের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার, ফেনী -২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, পুলিশ সুপার মোঃ রেজেউল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, পৌর মেয়র মোঃ মোস্তফাসহ স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও শ্রেণী পেশার মানুষ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
‘আমাদের সন্তান যাতে ধর্মান্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে’








