নিজস্ব প্রতিনিধি>>
সোনাগাজীর দক্ষিণ চরদরবেশ ওলামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংবর্ধিত ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোসারেফ মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমির হোসেন আমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ হোসাইন মামুন, অভিভাবক প্রতিনিধি ইঞ্জিনিয়ার আহসান উল্যাহ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন, ইউপি সচিব আবদুল হালিম, অভিভাবক প্রতনিধি এনামুল হক, রাজু আহমেদ, ইউপি সদস্য নেয়ামত উল্যাহ স্বপন। আরো উপস্থিত ছিলেন, নারী সদস্য জাহেদা বেগম, শাহ আলম, নাছির উদ্দিন, শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার, সিনিয়র শিক্ষক মো. ওমর ফারুক, নুরুল আলম এবং মোশাররফ হোসেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, মোহাম্মদ হাসান।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজী ওলামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
